রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১
ঢাকায় সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার একজন সেনাসদস্য নিহত ও ২১ জন আহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম প্রিন্স। আহত সেনাসদস্যরা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ খবর জানিয়েছে।
আইএসপিআর জানায়, সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক সাভার থেকে জাজিরা যাচ্ছিল। ঢাকার ভেতর দিয়ে যাওয়ার সময় সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে সৈনিক প্রিন্স মারা যান। ওই ট্রাকে থাকা অবশিষ্ট ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন