রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিন তলা একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ধসে পড়ে ভবনের একাংশ। সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিনজনই তিনতলার একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের কর্মী। আজ রোববার বেলা ১১টার কিছু আগে ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়।
এতে নিহত ব্যক্তিরা হলেন শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। তাঁদের মধ্যে শফিকুজ্জামানের বাড়ি শরীয়তপুরে। আবদুল মান্নান থাকেন ঢাকার লালবাগে । আর তুষারের বাড়ি নরসিংদীতে। আহত আরও অন্তত ২০ জনকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে। সেখান থেকে কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সকাল পৌনে ১১টার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস চারটি ইউনিট। পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, নিহত ব্যক্তিদের প্রত্যেকে ভবনের তিনতলায় লায়রা প্রোডাক্টের কর্মী। শফিকুজ্জামান ও তুষার কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। আর আবদুল মান্নান ছিলেন অফিস সহকারী।
ভবনটির তিনতলায় নিউ জেনারেশন, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেড, লায়রা প্রোডাক্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। লায়রা প্রোডাক্টের এলাকাভিত্তিক ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) শাহিনুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন