একদিনে সর্বোচ্চ সাধারণ ডায়েরী(জিডি) আবেদনের রেকর্ড

একদিনে সর্বোচ্চ সাধারণ ডায়েরী(জিডি) আবেদনের রেকর্ড
MostPlay

দেশে কাদের মির্জা মানে আলোচনা সমালোচনার একটি বিষয় হয়ে উঠেছে ।এবার নোয়াখালী বসুরহাট পৌরসভার বহুল আলোচিত মেয়র কাদের মির্জার বিরুদ্ধে এক দিনে এক সাথে ২৮টি সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। শনিবার (২৪ এপ্রলি) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের  অনুসারী উপজলো আওয়ামী লীগের  সাংগঠনকি সম্পাদক মিজানুর রহমান ওরফে বাদলসহ ২৮ জন পৃথক পৃথকভাবে ওই জডিরি আবদেন জমা দিয়েছেন।

বিশেষ এক সূত্রে জানা গেছে, আবেদনে আবেদনকারী ব্যক্তিরা গত মঙ্গলবার (২০ এপ্রলি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া  কাদের মির্জার  ‘হত্যার বদলে হত্যা‘র, কোম্পানীগঞ্জে ‘রক্তরে হোলি খেলার‘ হুমকি দেয়ার বিষয়টি উল্লেখ করেছেন। হুমকিতে আবেদনকারী ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। কোম্পানীগঞ্জ থানায়  এই প্রথম কারো হুমকিতে একই দিনে এতগুলো জিডি জমা পড়েছে।

জিডি আবেদনের বিষয়ে বসুরহাট উপজলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান  গনমাধ্যমকে বলেন, মেয়র কাদের মির্জার  ‘হত্যার বদলে হত্যা‘র, কোম্পানীগঞ্জে ‘রক্তরে হোলি খেলার‘ হুমকিতে তিনি এবং তার দলের বেশির ভাগ নেতা কর্মী নিরাপত্তাহীনতায় ভোগছেন। এই কারণে জীবনের নিরাপত্তা চেয়ে অনেকেই থানায় জিডি করেছেন। আরও অনেক জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।   

এ বষিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মীর জাহদেুল হক বলনে, কাদের মির্জার বিরুদ্ধে এযাবৎ কালে একদিনে সর্বোচ্চ ২৮টি জিডি পড়েছে। তবে সব গুলো জিডির আবেদনের বিষয় বস্তু একই ছিল। মেয়র কাদের মির্জার ফেইসবুকে লাইভে এসে বক্তব্য দেওয়ার বিষয় বস্তুকে কেন্দ্র করেই এইসব জিডির আবেদন। তিনি আরও বলেন, জিডির বিষয় পর্যালোচনা করে এবং এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করাফবে।  

মন্তব্যসমূহ (০)


Lost Password