ছুরিকাঘাতে হত্যা করে রাকিবকে

ছুরিকাঘাতে হত্যা করে রাকিবকে

সোহানের বোনকে উত্ত্যক্ত করত স্কুলছাত্র রাকিব। তাকে নিষেধ করলে উল্টো ধর্ষণ ও হত্যার হুমকি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করেছে সোহান।

মঙ্গলবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালতে জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে অভিযুক্ত সোহান।

জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোহান সদর উপজেলার এনায়েতপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

জবানবন্দিতে সোহান জানিয়েছে, রাকিবের পিতা বিদেশে থাকে। সে সারাক্ষণ এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে বেড়াত। সে তার ছোটবোনকে প্রায়ই উত্ত্যক্ত করত। সোহান  বিষয়টি জানার পর রাকিবকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব তার বোনকে ধর্ষণ করে হত্যার হুমকি দেয়। এরপর রাকিবের কথায় ক্ষিপ্ত হয়ে সোহান তাকে ছুরি মারে। পরে রাকিবকে হাসপাতালে নেয়ার পর মারা গেছে বলে শুনেছে সোহান।

জানা যায়, ২১ মার্চ রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ঈদগাহে ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র রাকিব হোসেন। সে ওই গ্রামের মালেশিয়া প্রবাসী হাফিজুর রহমানের ছেলে। হত্যার অভিযোগে মঙ্গলবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন নিহত রাকিবের মা বিউটি বেগম।

এর আগে অভিযুক্ত সোহানকে খাজুরা থেকে আটক ও ছুরি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়। হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সোহান।

মন্তব্যসমূহ (০)


Lost Password