রাফিয়া আরশাদ ইতিহাসে প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ

রাফিয়া আরশাদ ইতিহাসে প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ
MostPlay

আমেরিকার ইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ হয়েছেন রাফিয়া আরশাদ। যাকে নিয়ে ইতিমধ্যে মুসলিম বিশ্বের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানাচ্ছেন।

১৭ বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউতে তাঁর মা বলেছিলো হিজাব খুলে যেতে, না হলে তাঁকে সিলেকশন করবেনা।

রাফিয়া আরশাদ বলেছিলেন, আমার পর্দার জন্য আমাকে সিলেকশন না করলেও আমি কষ্ট পাবোনা কিন্তু দুনিয়ায় সাময়িক চাকরির জন্য ইসলামের মান ক্ষুন্ন হতে দিবোনা।

সেই ইন্টারভিউতে রাফিয়া আরশাদ হিজাবের জন্য সামান্য একটি আইন স্কুলের স্কলারশিপটি পায়নি। কিন্তু আইন বিভাগের ছাত্রী ছিলেন। আর আজ ১৭ বছরের আইন অভিজ্ঞতার পর সে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ পদে নির্বাচিত হয়েছেন ট্রাম্পের দেশে।

মন্তব্যসমূহ (০)


Lost Password