মামুনুল হকের অনুসারীদের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে র‌্যাব

মামুনুল হকের অনুসারীদের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে র‌্যাব
MostPlay

সুনামগঞ্জের শাল্লায় হেফাজত নেতা মামুনুল হকের অনুসারীদের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার বিকালে উপজেলার নোয়াগ্রামে ১০০ জনের মাঝে চাল, ডাল, আটা, তেল ও আলু বিতরণ করেন র‌্যাব সদস্যরা। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নোয়াগ্রামে র‌্যাব একটি ক্যাম্প স্থাপন করেছে। 

র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম সাংবাদিক কে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। ক্যাম্পে থাকা সদস্যরা স্থানীয়দের কাউন্সেলিং করছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় গ্রেফতার ঝুমন দাসের গ্রামে তার (মামুনুল) অনুসারীরা হামলা চালিয়ে প্রায় ৮৭টি ঘরবাড়ি ভাঙচুর করেন। 

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তারা ভাঙচুর চালিয়ে তছনছ করে দেয় ক্ষতিগ্রস্ত পরিবারের বিভিন্ন আসবাব। তবে হামলার আগেই বাড়ি ছেড়ে হাওরে আশ্রয় নেন গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাল্লা থানার ওসি নাজমুল ইসলাম সাংবাদিক কে জানান, যে ছেলেটি ফেসবুকে মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছিল, তাকে ধরে গত রাতেই গ্রামের লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সকালে হঠাৎ শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে নোয়াগ্রামের দিকে মিছিল নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে পুলিশও তাদের পিছু নেয়। কিছু লোক আগেই নদী পার হয়ে ওই গ্রামে হামলা চালায়। এ সময় ঝুমন দাসের বাড়িসহ প্রায় ৮৭টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। 

এর আগে সোমবার শাল্লা পার্শ্ববর্তী উপজেলা দিরাইয়ে হেফাজতের একটি সমাবেশে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

মন্তব্যসমূহ (০)


Lost Password