মিরপুর মডেল ও শাহ আলী থানা এলাকা থেকে ৩৭ জুয়ারী’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

মিরপুর মডেল ও শাহ আলী থানা এলাকা থেকে ৩৭ জুয়ারী’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪
MostPlay

অদ্য ১ আগস্ট রবিবার র‍্যাব-৪ এর পক্ষ থেকে মিরপুর এলাকা থেকে বিপুল জুয়াড়ীকে আটকের বিষয়ে বিবৃতি দেয়। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলোঃ

গত ৩১ জুলাই ২০২১ইং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর মিরপুর মডেল ও শাহ আলী থানাধীন এলাকায় কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়ে স্থানীয় যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই ২০২১ইং তারিখ ১৭.৪৫ ঘটিকা হতে ১৯.৪৫ ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০৯ সেট জুয়া খেলার সরঞ্জাম (তাস), ৫১ টি মোবাইল এবং জুয়া খেলার নগদ-৬৮,২৭৫/- টাকাসহ নিম্নোক্ত ৩৭ জন জুয়ারীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ (১) বাহাদুর (২৮) (২) সোলাইমান (৩০) (৩) মোঃ বাবু (২০), (৪) মোঃ শাহীন (২৪), (৫) মোঃ সুমন (৩২), (৬) মোঃ শিপন শেখ (২১), (৭) মোঃ সুমন হোসেন (২১), (৮) মোঃ রনি (২৫), (৯) মোঃ জাহিদ (২৬), (১০) মোঃ মহন (৩৫), (১১) মোঃ রিপন (২৩), (১২) জসিম উদ্দিন (২০), (১৩) রুবেল (৩০), (১৪) মোঃ আল আমিন খান (৩৫), (১৫) মোঃ শফিক খান (৩০), (১৬) মোঃ করিব (৩৭), (১৭) মোঃ শেখ মনির হোসেন (২৬), (১৮) মোঃ ফোয়াদ (৩২), (১৯) মোঃ শাহ আলাম (৪৯), (২০) মোঃ হামেস (৪৫), (২১) রেজাউল করিম (৩৭), (২২) মোঃ হাসিবুর রহমান (২৩), (২৩) মোঃ মহসিন (৪২), (২৪) মোঃ আজিজুল (৪৩), (২৫) মোঃ আরিফুল হক শিমুল (২৮), (২৬) মোঃ সোলাইমান হোসেন (৩০), (২৭) মোঃ সেলিম রাজ (২৭), (২৮) কাজী আশিকুর জামান রাছেল (২৪), (২৯) মোঃ মিজান (৩৫), (৩০) শাহীন (৩২), (৩১) মোঃ শহিদুল (২৮), (৩২) মোঃ মামুন (৩৬), (৩৩) মোঃ রবিউল ইসলাম (২০), (৩৪) মোঃ বাবু হাওলাদার (২৮), (৩৫) মোঃ জোবায়ের আহম্মেদ (২১ (৩৬) জসিম (৩০), (৩৭) খোকন সিকদার (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে  এরুপ জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব-৪।

মন্তব্যসমূহ (০)


Lost Password