আকাশে দেড় হাজার চদিয়ে বানানো হল কিউআর কোড

আকাশে দেড় হাজার চদিয়ে বানানো হল কিউআর কোড
MostPlay

বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দিক থেকে শীর্ষস্থানীয় একটি দেশ হলো চীন। প্রতিনিয়তই দেশটি প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেকে আরো ছাড়িয়ে যাচ্ছে। সম্প্রতি সাংহাই শহরের আকাশে দেড় হাজার ড্রোন দিয়ে স্ক্যান যোগ্য কিউআর কোড বানিয়ে চমকের সৃষ্টি করেছে দেশটি।ড্রোন দিয়ে এই বিশাল কিউআর কোড তৈরির মূল উদ্দেশ্য ছিলো ‘প্রিন্সেস কানেক্ট! রি: ডাইভ’ নামের একটি গেমের প্রচারণা। ভাসমান এই কোডটি দেখে উৎসাহী দর্শনার্থীদের অনেকেই নিজ নিজ স্মার্টফোন দিয়ে সেটি স্ক্যান করেন।

সঙ্গে সঙ্গেই সেটি তাদের নিয়ে যায় গেমটির ওয়েবসাইটে। সেখান থেকে গেম ডাউনলোড ও ইনস্টল করাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেক কিছুই জানতে পারেন তারা।রাতের আকাশে ড্রোন দিয়ে বানানো এই কিউআর কোডটিকে বলা হচ্ছে ভবিষ্যতের বিজ্ঞাপন। ড্রোনগুলো দিয়ে শুধু কিউআর কোড তৈরিই নয়, আলোর নাচে নানা রঙে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন চরিত্রও।গত ১৭ এপ্রিল চীনে জাপানি ভিডিও গেমটি উদ্বোধনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে করা হয় অভিনব এ আয়োজন। এই আয়োজনের দায়িত্বে ছিলো চীনের শীর্ষস্থানীয় বিনোদন প্ল্যাটফর্ম বিলিবিলি।

নজিরবিহীন এ বিজ্ঞাপন নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এক দিনেরও কম সময়ে প্রথম পোস্টটি শেয়ার হয়েছে এক লাখ আট হাজারবারের বেশি।অনেকেই মনে করছেন, বিশাল এই কিউআর কোডের মাধ্যমে প্রচারণার এমন ধারণা অবিশ্বাস্য। এর মধ্যে দিয়ে ভবিষ্যতের পৃথিবীর যাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেছে চীন।চীনে ড্রোনের মাধ্যমে পণ্যের প্রচার অবশ্য নতুন নয়। চলতি মাসেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনেসিস দেশটির বাজারে পা রাখে আকাশে রেকর্ড তিন হাজার ২৮১টি ড্রোনের দর্শনীর মাধ্যমে।

মন্তব্যসমূহ (০)


Lost Password