নরসিংদীতে সাংবাদিক সামসুল আলম ডিপ্টির স্মরণে দোয়া ও আলোচনা সভা

নরসিংদীতে সাংবাদিক সামসুল আলম ডিপ্টির স্মরণে দোয়া ও আলোচনা সভা

নরসিংদী জেলার সাপ্তাহিক আজকের চেতনার বার্তা সম্পাদক ও নরসিংদী সদর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক সামসুল আলম ডিপ্টির স্মরণে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত । শুক্রবার (৬ আগষ্ট)বাদ আসর নরসিংদী সংবাদ পত্র পরিষদ এর সামনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এস এম বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবাদ পত্র পরিষদের সভাপতি হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়, সম্পাদক পরিষদের সভাপতি জয়লান আবদীন, সংবাদ পত্র সাধারণ সম্পাদক নাসিবুর রহমান খান, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবি এম আজরাফ টিপু, সম্পাদক ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সদর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম(মতি), সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সদর প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক রেজাউল করিম, আর এ লায়ন সরকার, গোপাল সহ অন্যান্যরা।

মিলাদ মাহফিলে তারা বলেন, সাংবাদিক সামসুল আলম ডিপ্টি ছিলেন একজন নিখাদ পেশাদার সাংবাদিক। সংবাদের মানুষ। সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। তিনি সাপ্তাহিক আজকের চেতনার পাঠকনন্দিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। সাংবাদিক সামসুল আলম টিপটি শূন্যতা পূরণের নয়। ডিপটির স্বপ্ন পূরণে নরসিংদীর সাংবাদিকরা ও গনমাধ্যম কর্মীদেরকে মরহুমের মতো কাজের প্রতি যত্নশীল ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান তারা।

নরসিংদী সদর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম(মতি) বলেন, সামসুল আলম ডিপটিকে নিয়ে জানাটা বড় প্রয়োজন। সত্যি বলতে কী ডিপ্টি শুধু সাংবাদিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের ভাইয়ের মতন। ডিপটির পেশাদারিত্ব ছিল বিরল। তিনি জানতেন আগামীকাল পাঠক কি পড়তে চায়। আমরা দিনের পর দিন ভাল মানুষগুলোকে হারিয়ে ফেলছি, শক্তিগুলোকে হারিয়ে ফেলছি।

যিনি চলে যান তিনি সব নিয়ে চলে যান,যিনি চলে যান তিনি তার সমস্ত অঙ্গীকার নিয়ে চলে যান, রেখে যান শুধু কর্ম। সাংবাদিক ডিপটি যে জিনিসটি রেখে গেছেন সেটি হচ্ছে কর্ম। যতদিন নরসিংদীর সাংবাদিকরা বেচে থাকবেন তার আদর্শের কার্যক্রম থাকবে, ততোদিন ডিপটি থাকবেন।

তিনি বলেন, ডিপ্টি আমার খুব কাছের ও ভালোবাসার মানুষ ছিলেন। তার এই হঠাৎ চলে যাওয়ায় আমরা মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি ও তার সকল গুণাহ মাফ করে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক সেই দোয়া করি।

মন্তব্যসমূহ (০)


Lost Password