বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে দারিদ্র্য বাড়বে: গবেষণা

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে দারিদ্র্য বাড়বে: গবেষণা

 করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি৷ কমে গেছে মানুষের আয়৷ এর ফলে বিশ্বজুড়ে দারিদ্র্য সীমার নীচে বাস করা মানুষের সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাবে৷ লকডাউন থাকায় খাদ্য উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হওয়াসহ একাধিক কারণে বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে দারিদ্র্য বাড়বে।

শুক্রবার প্রকাশিত কিংস কলেজ লন্ডন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সটির যৌথ গবেষণায় এমনটি উঠে এসেছে। ওই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ফিলিপাইন্সসহ এশিয়ার দেশগুলোর কথাও বলা হয়েছে৷ করোনা ভাইরাস মহামারির বিস্তার রোধে লকডাউন ঘোষণা করায় এসব দেশের অর্থনীতিতে যে স্থবিরতা দেখা দিয়েছে তার ধাক্কা কাটিয়ে উঠা সহজ হবে না বলেই মত গবেষকদের৷

গবেষকদের একজন কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ের অধ্যাপক অ্যান্ডি সামনার বলেন, উন্নয়শীল দেশগুলোতে এই মহামারি দ্রুত অর্থনৈতিক সংকটে পরিণত হবে৷

মধ্যআয়ের দেশগুলোতে কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার সামান্য উপরে বাস করেন৷ কোভিড-১৯ মহামারির কারণে তাদের আয় হ্রাস পাবে৷ মহামারি একটি দেশের অর্থনীতিকে যে ঝাঁকুনি দেয় তাতে এই মানুষদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি অনিশ্চিত হয়ে পড়ে৷

সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে পড়বেন চরম দারিদ্র্য সীমায় থাকায় লোকেরা, যাদের দৈনিক মাথাপিছু আয় মাত্র ১.৯৯ ডলার। ফলে ৭০০ মিলিয়ন থেকে দরিদ্র সংখ্যা ১.১ বিলিয়নে পৌঁছে যেতে পারে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়।সংকট মোকাবিলায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান গবেষকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password