ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

দেশের করোনা পরিস্থীতি খারাপের দিকে। প্রতিদিন মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা আক্রান্ত হয়ে আজও মৃত্যুর সংখ্যা ১১২। টানা তিনদিন যাবত মৃত্যূ সংখ্যা একশোর উপরে। করোনা পরিস্থীতি নিয়ন্ত্রনে আনার জন্য দেশে চলছে লকডাউন। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে দেশে কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে সরকার। এমত অবস্থায় দেশের সব ইউনিয়ন (ইউপি) পরিষদের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১) থেকে জারি করা পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থগিতাদেশ প্রাপ্ত ইউপিতে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান জনপ্রতিনিধিরা।

প্রাজ্ঞাপনে আরও বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অতএব, মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password