বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, রাষ্ট্রদূতদের পক্ষ থেকে শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, রাষ্ট্রদূতদের পক্ষ থেকে শ্রদ্ধা

২৬ আগষ্ট শনিবার সকালে, ১৫  আগষ্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সপরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরতে, ধানমন্ডির ৩২ নাম্বারে আওয়ামী লীগ এর আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি শোক সভার আয়োজন করেন। এই আয়োজনে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যরা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরে শোক সভার আয়োজন করেন। শোক সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ এর সংসদ উপনেতা মোতিয়া চৌধুরীও সাবেক কূটনীতিকবীদ মো জমির এবং আরো অনেকেই।বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তার কূটনৈতিকতা নিয়েও তারা আলোচনা করেন।

তুলে ধরেন ১৯৭৫ এর ১৫ আগষ্টের বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সপরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের ইতিহাস। তারা বলেন সে দিন বঙ্গবন্ধু ৩২ নাম্বার এর নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী এক দল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন। তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ নিহত হন ১৬ জন। তারা বলেন এক সময় সঠিক ইতিহাস নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীকে জানতে দেওয়া হয় নি।

আওয়ামী লীগ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  ড. শামী আহমেদ বলেন-“ তাদের সামনে আমরা এই জিনিস টা তুলে ধরার চেষ্টা করি, যে আসলে সে দিন কি নৃশংসতা হয়েছিল। আজকে আমরা অনেক দেশের মধ্যে অনেক মানবাধিকার কথা শুনি কিন্তু সে দিন এই মানবাধিকার কোথায় ছিলো।”

মন্তব্যসমূহ (০)


Lost Password