রাজধানীর অন্যতম প্রবেশ সাভারের আমিনবাজার, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধউর, কদমতলী ব্রিজ, পোস্তগোলা ব্রিজ ও বিরুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এসব চেকপোস্টে শুধু ঢাকায় প্রবেশ করা গাড়ি তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট বসানো হয়ে উল্লেখ করে সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল হক বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করব। যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে গুরুত্ব দেয়পা হবে।
আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কায় সড়কে সড়কে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করছেন পরিবহণ চালক ও যাত্রীগণ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ পথে তল্লাশি জোরদার করেছে জেলা ও মেট্রো পুলিশ। দূরপাল্লার বাস চলাচল কম, সন্দেহ হলেই তল্লাশি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকাল থেকেই দূরপাল্লার বাস সড়কে তুলনামূলক চলাচল কম দেখা যায়। একই সঙ্গে গাড়িতে যাত্রীর সংখ্যাও আশানুরূপ নয় অন্যান্য দিনের তুলনায়। জেলার ব্যস্ততম স্থান চান্দনা চৌরাস্তায় ছুটির দিনে আগের মতো ব্যস্ততা না থাকায় এবং সকাল থেকে সড়কে দূরপাল্লার বাস চলাচল কম থাকায় অলস সময় কাটাচ্ছেন ট্রাফিক পুলিশ এমন চিত্র দেখা যায়। এ দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়কের শ্রীপুরের মাওনা, জৈনা বাজার, চান্দনা-চৌরাস্তা মোড়, ভোগড়া-বাইপাস ও ঢাকা- টাঙ্গাইল -মহাসড়ক চন্দ্রা মোড় এলাকায় শুক্রবার সকাল থেকে হাতে গোনা কয়েকটি দূরপাল্লার বাস চলতে দেখা যায়।
লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করলেও যাত্রীর সংখা নামমাত্র। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের টহল গাড়ি ও সাঁজোয়া যান সাইরেন বাজিয়ে টহল দিচ্ছে। এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ স্থান চান্দনা-চৌরাস্তা এলাকায় তাকাওয়া পরিবহণের একাধিক চালক নাম প্রকাশ না করা শর্তে জানান, আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে।
কখন জানি আমাদের গাড়ি হামলার শিকার হয়। একই কথা জানান ওই সড়কে চলাচলকারী সৌখিন পরিবহণের চালকের সহযোগী মো. রাশেদুল ইসলাম, শ্যামলী বাংলার চালক উত্তম কুমার, মায়িশা পরিবহণের শ্রমিক মো. রেজওয়ান ও ইমাম পরিবহণের বাবলু মিয়া।জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে জেলার অভ্যন্তরের সড়ক গুলোতে সাঁজোয়া যানসহ পুলিশের গাড়ীবহর নিয়মিত টহল দিচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন