নারায়ণগঞ্জে বাড়ি থেকে কোটি টাকার গার্মেন্টপণ্য উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জে বাড়ি থেকে কোটি টাকার গার্মেন্টপণ্য  উদ্ধার করেছে পুলিশ

বন্দরে বিদেশে রফতানির জন্য তৈরি ৩৪১ কার্টন চোরাই গার্মেন্টপণ্য উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। বুধবার রাতে নাসিক ২০নং ওয়ার্ডের দড়িসোনাকান্দা এলাকার সিরাজুল ইসলামের বাড়ি থেকে ওই চোরাই মালামাল উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিব ও রাজিব নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাসিব ও রাজিব বন্দর উপজেলার আলীসারদী গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

বন্দর থানার এসআই মোদাচ্ছের জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০নং ওয়ার্ডের বন্দরের দড়িসোনাকান্দা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে কার্টনভর্তি গার্মেন্টপণ্যগুলো অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে লোড করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ৩৪১ কার্টন গার্মেন্টসের তৈরি চোরাই পণ্য উদ্ধার করে। এ সময় চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত উপজেলার আলীসারদী গ্রামের দলিল উদ্দিনের দুই ছেলে হাসিব ও রাজিবকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে কাভার্ডভ্যানের মাধ্যমে পণ্যগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড যাচ্ছিল। পথিমধ্যে ৩৪১ কার্টন পণ্য রেখে বাকি কার্টন পাঠিয়ে দেয়া হয় সীতাকুণ্ডে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় আগেই একটি মামলা হয়েছিল। এ কারণে বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতার দুইজনকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password