ঢাকামুখী মানুষের একমাত্র অবলম্বন পিকাপ

ঢাকামুখী মানুষের একমাত্র অবলম্বন পিকাপ
MostPlay

স্বপন রায়ঃ পবিত্র ঈদুল ফিতরের আমেজ শেষে মানুষ কর্মস্থলে যোগ দিতে ফিরতে শুরো করেছে রাজধানী ঢাকার দিকে। সারাদেশ পুনরায় লকডাউন দেয়ার ফলে ঢাকামূখী মানুষের একমাত্র অবলম্বন হয়েছে পিকাপ বা মালবাহী গাড়ি।

১৮মে মঙ্গলবার সন্ধ্যার প্রায় কিছুক্ষন পর কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আসা বেশ কিছু পিকাপ বা মালবাহী গাড়িতে গাদাগাদি করে বেশ কিছু মানুষ আসে।

কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ছোট্ট পিকাপে লক্ষ করে দেখা যায় পুরুষ, মহিলা,বাচ্চাসহ ২০ জনের মত মানুষ গাদাগাদা করে নারায়ণগঞ্জ ফিরছেন। তবে তাদের মধ্যে ছিলোনা কোন সামাজিক দূরত্ব। কিছু গাড়িতে কিছু যাত্রী মাস্ক পড়লেও  আবার কিছু গাড়িতে একটি যাত্রীও মাস্ক পড়েনি । পিকাপে করে আসা যাত্রিদের সাথে কথা বলে জানা যায় তারা সকলেই গার্মেন্টস কর্মী। আগামী  বৃহস্পতিবার তাদের গার্মেন্টস চালু হওয়ার কথা তাই  তারা ঝুঁকি নিয়েই ফিরছেন।

এক গার্মেন্টসকর্মী বিডিটাইপ কে বলে, দেখুন আমাদের নারীর টানে যেমন বাড়ি যেতে হয় তেমনে পেট বাঁচাতে ঢাকায় আসতে  হয়। করোনার এই মহামারির দিনে মানুষ নারীর টানে ঘরে ফিরতে যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে কর্মস্থলে পৌঁছাতে।

সামাজিক দূরত্ত্ব নিয়ে প্রশ্ন করলে আরেক পিকাপ যাত্রী  বিডিটাইপকে বলে, দেহুইন করোনা মারলে আমি একলা মরমু আর কাজ না  করলে দেশে যে বেডাইনগো রাইখা আইছি তারা সবাই মরবো। আর  এক দিন গারমেঞ্ছে না গেলে কামের তে বাধ দিয়া দিব ।  এই লাইগা একটা গাড়ি পাইছি আল্লাহর নাম লইয়া আইয়া পড়ছি। সরকার যদি আমাগো খাওন দিতো তাইলে আমগো ঢাহার  শহর আওন লাগদো না।

উল্লেখ্য, গত ১৭মে থেকে ২৩মে পর্যন্ত ফের বাড়ানো হয় লকডাউন। এই লকডাউনের ফলে সারা দেশে বন্ধ হয়ে যায় দূর পাল্লার সকল বাস চলাচল। আর ক্ষতিরমুখে পরে ঢাকামুখী সকল মানুষ। তাছাড়া মাস্ক পরিধানে পুলিশকে দেওয়া  হয়েছে বিচারিক ক্ষমতা।   

মন্তব্যসমূহ (০)


Lost Password