পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ মূল্যের তক্ষকসহ ২ ব্যবসায়ী আটক

পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ মূল্যের তক্ষকসহ ২ ব্যবসায়ী আটক

পটুয়াখালীতে র‌্যাব-৮‘র বিশেষ অভিযানে তক্ষকসহ দুই তক্ষক ব্যবসায়ীকে আটক হয়েছে। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার খলিশাখালী এলাকার আরশাদ মোল্লার বাজারে এ অভিযান চালানো হয়। এসময় স্থানীয় মৃত মকবুল হাওলাদারে ছেলে জসিম হাওলাদার (৪২) ও গলাচিপা উপজেলার পানপট্টির বাসিন্দা লাল মিয়া গাজীর ছেলে মো. হাসান গাজীকে (২৫) আটক করা হয়। 

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে পটুয়াখালী র‌্যাব-৮‘র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, বিরল প্রজাতির বন্য প্রাণী তক্ষক পাচারে পটুয়াখালীতে একটি চক্র কাজ করছে। ইতোপূর্বে র‌্যাবের অভিযানে তক্ষকসহ একাধিক ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপান সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করা হয়। 

র‌্যাব কর্মকর্তা আরো জানান, ১০ থেকে ১২ ইঞ্চি একটি তক্ষকের মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা বলে গুঞ্জন রয়েছে। উদ্ধার হওয়া তক্ষকটি ১৪ ইঞ্চি। জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি ধারাসহ বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারায় মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password