নরসিংদীর পলাশে চাহিদার চেয়ে ৫ হাজার মেট্রিকটন বেশি মাছ উৎপাদন

নরসিংদীর পলাশে চাহিদার চেয়ে ৫ হাজার মেট্রিকটন বেশি মাছ উৎপাদন
সারা দেশের মতো নরসিংদীর পলাশ উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। ‘বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে মৎস্য অফিসে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল আলম জানান,পলাশ উপজেলা আয়তনে ছোট হলেও মাছ উৎপাদনে এর অবস্থান অনেক উপরে। পলাশ উপজেলায় গত বছরে মোট মাছ উৎপাদন প্রায় ৫ হাজার মেট্রিকটন। যা চাহিদার তুলনায় অনেক বেশি।

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ। বর্তমান সরকারের মৎস্য চাষ বিষয়ে অগ্রগতির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন। মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য বিষয়ক মতবিনিময় সভা। মাঠ পর্যায়ে চাষি ও সুফল ভোগীদের বিশেষ সেবা প্রদান। যেমন, মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা। উপজেলা ব্যাপী মৎস্য চাষি ও সুফল ভোগীদের উন্নত প্রশিক্ষণ প্রদান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দফতরের মাঠ পর্যায়ের সহকারীরা ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password