সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে পাকিস্তান

সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে পাকিস্তান

হারারেতে দুই টেস্ট ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তান। টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আযম। দ্বিতীয় টেস্টে দুদল একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। স্বাগতিক জিম্বাবুয়ে দলে অভিষেক হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করা লুক জঙ্গি। অন্যাদিকে পাকিস্তান দলে ফাহিম আশরাফের জায়গা খেলছেন পেসার  ৩৬ বছর বয়সী পেসার তাবিশ খান।

যে বয়সে পেস বোলাররা সাধারণত অবসরে চলে যায় সেই বয়সে অভিষেক হলো পাকিস্তানি এই পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটে আজকে অভিষেক হলেও প্রথম শ্রেনীর ক্রিকেটে বেশ অভিজ্ঞ তাবিশ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে ৫৯৮ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি সফরকারীরা। মাত্র ১২ রানেই ওপেনার ইমরান বাটের (২) উইকেট হারায় পাকিস্তান। শুরুর সেই ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছেন আবীদ আলী ও আজহার আলী। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। আবীদ আলী ১১ ও আজহার আলী ১০ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম টেস্ট ম্যাচ জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।

মন্তব্যসমূহ (০)


Lost Password