পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১৩

পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১৩
MostPlay

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গতকাল (১৪ জুলাই, বুধবার) একটি বাসে ঘটা এ বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ৯ জন চীনা নাগরিক, দুই পাকিস্তানি সেনা ও দুই বেসামরিক নাগরিক রয়েছেন।

বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে এটিকে IED ডিভাইস বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেছে।

পাকিস্তানী ইন্টালিজেন্স এজেন্সী পাকিস্তান পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জেম আনসারি জানান, দুর্ঘটনাস্থল থেকে ৯ জন চীনা নাগরিক, দুই পাকিস্তানি সেনা ও দুই বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে,পাকিস্তান-আফগান সীমান্তের গুরুত্বপূর্ণ সীমানা ক্রসিং দখল করা হয়েছে। ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান তা দখল করেছে। পাকিস্তানী ইন্টালিজেন্স এজেন্সী আফগানিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে চিন্তিত। এরই মাঝে পাক-আফগান সীমান্তে রেঞ্জার্স(পাকিস্তানী বর্ডার সিকিউরিটি ফোর্স) এর সংখ্যা বাড়ানো হয়েছে। একই সাথে বেড়েছে টহল এবং সীমান্তে নজরদারী।

পাকিস্তানের অভ্যন্তরে চীনা অফিসিয়ালদের হামলা এবং খুনের খবর নতুন নয়। চীন-পাকিস্তান সম্পর্কে চিড় ধরার জন্য এমন হামলা এবং গুম প্রায়শই হয়ে থাকে। তবে এভাবে হামলা চলতে থাকলে দরকারে আফগান সীমান্তের ভিতরে ইসলামিক এমিরেটস স্থাপনায় হামলা (সার্জিক্যাল স্ট্রাইক) চালানোর বিষয়টিকে বিবেচনা করছে পাকিস্তান। অন্যদিকে এ বিষয়ে ইসলামিক এমিরেটস এর বক্তব্য হলো''আমাদের (IEA)নিয়ে পাকিস্তানের কোন ভয় নেই''

মন্তব্যসমূহ (০)


Lost Password