তালেবানের বিরুদ্ধে আফগানি বাহিনীকে পূর্ণ সমর্থন পাক বাহিনীর

তালেবানের বিরুদ্ধে আফগানি বাহিনীকে পূর্ণ সমর্থন পাক বাহিনীর

পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সকল Chitral বর্ডার এ তালেবানের সাথে যুদ্ধে আটকে পড়ে আফগানিস্তান আর্মির একটি ইউনিট। প্রায় ৪৬ জন সেনাসদস্যকে তালেবান ত্রিমুখী হামলায় অবরুদ্ধ করে রাখে। এসময় আফগানি বাহিনী আন্তর্জাতিক সীমানা পার হয়ে পাকিস্তানে প্রবেশের অনুমতি চাইলে পাকিস্তান তা মন্জুর করে এবং তাদের পূর্ণ নিরাপত্তায় পাকিস্তানে আশ্রয়ের সুযোগ দেয়।

পরবর্তীতে গত কাল রাতে ৪৬ আফগানি সেনাসদস্যকে অস্ত্রশস্ত্র সহ নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে পাকিস্তানি বাহিনী। এসময় পাকিস্তান যেকোন প্রয়োজনে আফগানি আর্মির পাশে থাকার অঙ্গীকারব্যাক্ত করে। তবে তালেবান ইস্যুতে দুদেশের নেতাদের অবস্হান দ্বিমুখী। পাক-আফগান সীমান্ত সংল্গন এলাকা তালেবানের হস্তগত হওয়ার পর থেকে পাকিস্তান তাদের ফ্রন্টিয়ার কর্পসদের সরিয়ে সীমান্তে সেনা মোতায়েন করেছে শরণার্থী ঢল মোকাবেলা সহ যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password