নওগাঁয় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত

নওগাঁয় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত

নওগাঁ সদর উপজেলায় বৃষ্টির মাঝে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে পূর্ণ প্রামাণিক (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে নওগাঁ সরকারী কলেজের ছাত্র।

মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দিকে নওগাঁ সদর বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামে।

নিহত কলেজ ছাত্র জালালপুর গ্রামের শ্রী সুবোদ প্রমানিকের ছেলে পূর্ণ প্রমানিক।

থানা সূত্রে জানা যায়, কলেজছাত্র পূর্ণ প্রামাণিক সকালে খাবার খেয়ে জালালপুর গ্রামের মাঠে গরু চড়াতে যান। বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর মাধ্যমে তার পরিবার জানতে পেরে লাশ বাসায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। এরপর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ কার্য (নগদ) বরাদ্দ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password