রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই  গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রুবেল মিয়া (২৭) নামে ১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন। রবিবার (৩০ জানুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের চলমান বিরোধ নিয়ে পাশের মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া মির্জারচর গ্রামের মানিক বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ইউপি নির্বাচনে সহিংসতার পর ২ মাস ধরে আশরাফুল হকের সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন। রবিবার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে প্রতিপক্ষ বাঁধা দেয় এবং বাধার মুখে পিছু হটে পালিয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন মির্জারচরে অবস্থান নেয় ।

এসময় রাতুল হাসান জাকিরের সমর্থকরা সেখানে গেলে আশরাফুল হকের সমর্থকরা সেখানকার স্থানীয় লোকজন নিয়ে পাল্টা হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই রুবেল মিয়া নামে একজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আটও ৫ জন। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password