নওগাঁয় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন ২৭৫ জনের জরিমানা

নওগাঁয় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন ২৭৫ জনের জরিমানা

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন অকারণে বের হওয়ায় নওগাঁর বিভিন্ন এলাকা থেকে ২৯টি মোবাইল কোর্টে ২৭৫ জনকে ১,০৭,৬৪০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

প্রশাসনের দাবি, যারা জরিমানা দিয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি। নওগাঁ জেলা প্রশাসন- District Administration, Naogaon এর ফেজবুক পেজ থেকে নওগাঁ বাসীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়-

“সম্মানিত নওগাঁবাসী !

আপনাদের ধন্যবাদ! সার্বিক কার্যাবলী ও চলাচলের উপর সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা যেভাবে বৃষ্টিতে ভিজে, রোদে দাড়িয়ে ডিউটি করে যাচ্ছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নওগাঁর সকল মাননীয় সংসদ সদস্যকে যারা আামাদের বিধিনিষেধ বাস্তবায়নে পরামর্শ দিয়ে যাচ্ছেন। মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদয়ের পরামর্শে এবং জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মচারী, শিক্ষক, রোভার স্কাউটসসহ আগ্রহীদের সমন্বয়ে বিভিন্ন ওয়ার্ড-মহল্লায় গঠিত স্বেচ্ছাসেবক টিমের প্রায় ১১০০০ সদস্যকেও জানাই আন্তরিক ধন্যবাদ।

আসলে সবার আগে ধন্যবাদ প্রাপ্য নওগাঁর সকল হাসপাতালের ডাক্তার, নার্স ও ল্যাবরেটরি টেকনোলজিস্টসহ সংশ্লিষ্ট সকলের; যারা জীবনের মায়া তুচ্ছ করে রাতদিন পরিশ্রম করছেন সবাইকে সুস্থ রাখতে।

এরপরেও কঠোর লকডাউন দেখতে কেমন, মোড়ের চায়ের দোকানের বেঞ্চে আড্ডা দিতে গিয়ে কিম্বা অকারণে ঘুরতে বের হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পরিচালিত ২৭টি মোবাইল কোর্টে ০১/০৭/২০২১ তারিখ ২০৬ জনকে ৮৬,৩৩০/- টাকা এবং আজ (শুক্রবার) ২৯টি মোবাইল কোর্টে ২৭৫ জনকে ১,০৭,৬৪০/- টাকা জরিমানা গুণতে হয়েছে ।

চলমান কঠোর বিধিনিষেধ গত দুদিনের মতো আর কয়েকটা দিন বজায় থাকলে সংক্রমণের মাত্রা নিঃসন্দেহে কমে আসবে। তাই আসুন সকলে ঘরেই থাকি। অতিব জরুরী প্রয়োজনে বের হলে মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি!! করোনা থেকে দেশকে সুরক্ষিত রাখি!”

মন্তব্যসমূহ (০)


Lost Password