পলাশে বঙ্গমাতার জন্মদিনে নারীরা পেল সেলাই মেশিন ও নগদ অর্থ

পলাশে বঙ্গমাতার জন্মদিনে নারীরা পেল সেলাই মেশিন ও নগদ অর্থ

“বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে নরসিংদীর পলাশে করোনা মহামারীতে কর্মহীন, অতিদরিদ্র ও অসচ্ছল সাত নারী সেলাই মেশিন ও দুই নারী পেল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার করে নগদ অর্থ।

রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের হাতে এ সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদিকুর রহমান আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ মো.আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password