শুধু লকডাউন নয়, এই তিন অস্ত্রেই ঠেকানো যাবে করোনা

শুধু লকডাউন নয়, এই তিন অস্ত্রেই ঠেকানো যাবে করোনা
১০০ শতাংশ মাস্ক ব্যবহারেই আটকে যাবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ, জানাল গবেষণা
মাস্কের (Facemask) গুরুত্ব ক্রমে অপরিহার্য হয়ে উঠছে। করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকানোর জন্য কার্যত গোটা বিশ্বেই মাস্ক পরা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। নতুন একটি গবেষণায় জানা গিয়েছে, সবাই যদি মাস্ক পরেন, তা হলে অদূর ভবিষ্যতে করোনার নতুন কোনো ঢেউ আসবেই না।

করোনাভাইরাসের প্রথম ঢেউয়েই জর্জরিত গোটা বিশ্ব। এখন বিশেষজ্ঞদের আশঙ্কা দ্বিতীয় ঢেউ বা ‘সেকেন্ড ওয়েভ’-এর। ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লু (Spanish Flu) যখন হানা দিয়েছিল তখন প্রথম ঢেউয়ের থেকে বেশি মারণ ছিল দ্বিতীয় ঢেউটি। সেই কারণেই করোনাভাইরাস নিয়ে বিশেষজ্ঞদের চিন্তা বেড়েছে।

তবে কেমব্রিজ আর গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় এই সংক্রান্ত নতুন যে গবেষণা করেছে তাতে দেখা যাচ্ছে আগের থেকে আরও বেশি অপরিহার্য হয়ে উঠতে পারে মাস্ক। কারণ শুধুমাত্র মাস্ক ঠিকঠাক পরলেই ভবিষ্যতে এই ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি আটকে দেওয়া যাবে।

গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতের প্রাদুর্ভাব আটকাতে গেলে ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা ১-এর নীচে নামতে হবে। অর্থাৎ, একজন সংক্রমিত ব্যক্তির থেকে যদি গড়ে একজনেরও কম সুস্থ ব্যক্তি সংক্রমিত হন, তা হলে ভবিষ্যতে করোনার প্রাদুর্ভাব হবে না।

গবেষকরা বলছেন, ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা ১-এর নীচে নামাতে গেলে শুধুমাত্র লকডাউনে কাজ হবে না। লকডাউন মানার থেকেও বেশি জরুরি বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা।

‘প্রিসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি এ’-তে প্রকাশিত এই গবেষণাপত্রে এক বিজ্ঞানী লিখেছেন, “আমরা দেখেছি, সাধারণ মানুষ যদি সব সময়ে মাস্ক পরেন (তাঁর উপসর্গ থাকুক বা না থাকুক), তা হলে এই ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা ১-এর নীচে নামে। এতে ভাইরাসের ভবিষ্যতের প্রাদুর্ভাবের সম্ভাবনা এক্কেবারেই থাকে না।”

গবেষকরা বলেছেন, শুধুমাত্র উপসর্গ দেওয়ার পর মাস্ক পরার ব্যাপারটি যতটা ফলপ্রসূ, তার দ্বিগুণেরও বেশি ফলপ্রসূ হয় যদি কোনো ব্যক্তি ঘরের বাইরে বেরোলেই সব সময় মাস্ক পরে থাকেন।

গবেষকরা সাফ বলে দিয়েছেন যে, যে কোনো ধরনের মাস্কই মানুষ ব্যবহার করতে পারে। সেটা ক্লিনিক্যাল মাস্ক নাও হতে পারে। এমনি বাড়িতে থাকা কাপড়ের অংশবিশেষকে মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। রুমালকেও মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password