‘অক্সিজেনের অভাবে বেলাবতে কেউ মারা যাবে না’

‘অক্সিজেনের অভাবে বেলাবতে কেউ মারা যাবে না’

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমার এ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিশ্রুতি অনুযায়ী নিজ অর্থায়নে অক্সিজেন ব্যবস্থাকরণ কার্যক্রম আজ শুরু করলাম। বেলাবতে কেউ অক্সিজেনের অভাবে মারা যাবে না। টিকা গ্রহণের উপযোগী প্রত্যেকেরই টিকা গ্রহণ জরুরি।  টিকা কার্যক্রমের মধ্য দিয়ে করোনার ভয়াবহতা নিরসন সম্ভব। ৭ আগস্ট (শনিবার) নরসিংদীর বেলাবতে টিকা প্রদান কর্মসূচি ও অক্সিজেন ব্যবস্থাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার, বেলাব থানার ওসি শাফায়াত হোসেন পলাশ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password