নতুন দ্রুততম মানব হলেন ইতালির মার্সেল জেকবস

নতুন দ্রুততম মানব হলেন ইতালির মার্সেল জেকবস
MostPlay

টোকিও অলিম্পিকে সবাইকে পেছনে ফেলে দ্রুততম মানবের খেতাব জিতলেন ইতালির মার্সেল জেকবস। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার ফ্রেড কার্লেই ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্যপদক এবং ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসে।

অলিম্পিকের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট হলো ১০০ মিটার স্প্রিন্ট। অলিম্পিকের সবচেয়ে আকর্ষনীয় এই প্রতিযোগিতায় এক যুগেরও বেশি সময় ধরে অ্যাথলেটিক্স বিশ্ব দেখেছে উসাইন বোল্টের কীর্তি। সর্বকালের সেরা স্প্রিন্টার রিও অলিম্পিকেই বিদায় নিয়েছেন। বিশ্ব এবার প্রস্তুত ছিল নতুন কাউকে দেখার জন্য। অবশেষে দেখা মিললো বিশ্বের দ্রুততম মানবের। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতে বোল্টের ছেড়ে যাওয়া আসন দখল করে নিলেন লামন্ত মার্সেল।

সেমিফাইনালে চমক দেখিয়েছিলেন চিনের বিংতিয়ান সু। ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেছিলেন তিনি। জেকবস সময় নিয়েছিলেন ৯.৮৪ সেকেন্ড। তবে ফাইনালে সবাইকে পিছনে ফেলে দ্রুততম মানবের মুকুট মাথায় পড়েছেন ইতালির মার্সেল জেকবস।

মন্তব্যসমূহ (০)


Lost Password