নরসিংদীতে ১৮টি সাজা পরোয়ানাসহ ৩০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২জন আসামী গ্রেফতার

নরসিংদীতে ১৮টি সাজা পরোয়ানাসহ ৩০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২জন আসামী গ্রেফতার
MostPlay

নরসিংদীতে ৩০টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মানসুর ও মাসুদকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। পুলিশের বিজ্ঞপ্তিত জানাগেছে, মানসুর (৩২) ও মাসুদুর রহমান নুর বা মাসুদুর রহমান মাসুদ বা মাসুদ বিন মাসুদ (৩৭), উভয় পিতা- মাহমুদুল হাসান মাদানী, সাং-পূর্ব ব্রাহ্মন্দী (মদিনা ভিলা), থানা ও জেলা-নরসিংদী এই ২ জনের বিরুদ্ধে ২০১১ সাল হতে ২০২১ সাল পর্যন্ত নরসিংদী মডেল থানায় বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড সম্বলিত ১৮টি সাজা গ্রেফতারী পরোয়ানা এবং ১২টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিলো।

দীর্ঘদিন যাবৎ নরসিংদী মডেল থানার একাধিক দল এই আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় পুলিশ তাদের বর্তমান অবস্থান উদঘাটন করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবত ঢাকায় আত্মগোপন করে ছিল। মঙ্গলবার ৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জনাব শাহেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদীর তত্ত্বাবধানে জনাব সওগাতুল আলম, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাঃ হারুন অর রশিদ এর সহযোগিতায় এসআই ফয়জুল হাকিম খান ও এএসআই মোঃ মাসুদ রানা ঢাকার পল্লবী থানা এলাকা হতে মানসুর ও মাসুদ কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তারা দুই সহোদর দীর্ঘদিন যাবত ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণ এর আড়ালে মানুষের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাৎ-এ লিপ্ত ছিল। মানসুরের নামে ১০টি সাজা পরোয়ানায় মোট ৯ বছর ৬ মাস কারাদন্ড ও ১ কোটি ৩ লক্ষ টাকা অর্থ দন্ড এবং মাসুদের নামে ৮টি সাজা পরোয়ানায় মোট ৬ বছর কারাদন্ড এবং ১ কোটি ১০ লক্ষ টাকা অর্থদন্ড রয়েছে। এছাড়াও মানসুরের নামে ৯টি গ্রেফতারী পরোয়ানা এবং মাসুদের নামে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। প্রকাশ উক্ত আসামীদ্বয়কে গ্রেফতারের ফলে নরসিংদী মডেল থানায় দীর্ঘদিনের মূলতবী ৩০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা সম্ভপর হলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password