নওগাঁ ধামইরহাট প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘’গৌরি পত্ত’’ শিবলিঙ্গ উদ্ধার

নওগাঁ ধামইরহাট প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘’গৌরি পত্ত’’ শিবলিঙ্গ উদ্ধার

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন থেকে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) ৫,০০,০০,০০০ (পাঁচ কোটি) মূল্যের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘’গৌরি পত্ত’’ শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

বুধবার (২৬মে) র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বুধবার (২৬মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালনা করেন এবং এই প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) পাঁচ কোটি মূল্যের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘’গৌরি পত্ত’’ শিবলিঙ্গ উদ্ধার করা হয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password