গাঁজা সরবাহকালে মা-ছেলে গ্রেফতার

গাঁজা সরবাহকালে মা-ছেলে গ্রেফতার

নীলফামারীর জলঢাকায় গাঁজা কেনা-বেচাকালে মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ১৭৫ গ্রাম গাঁজা ও অপরাধ কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের গাঁজা সরবরাহকালে কৈমারী ইউনিয়নের চেংমারী বড়ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজ গুড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আমেনা বেগম (৫২), তার ছেলে রিপন পালোয়ান (৩০), অপরজন নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের মহুবর রহমানের ছেলে আব্দুস সামাদ ওরফে সোনামিয়া (৩২)।

এ ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৯ (ক)/৪১/২৬ ধারায় মামলা করে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password