বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে,কাল ঈদ

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে,কাল ঈদ
MostPlay

সোমবার (২ মে) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার চোখ রাঙানিতে গেলো দুই বছর ঈদ ছিল আয়োজনহীন।

এবার স্বস্তি ফিরেছে জনজীবনে। মঙ্গলবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এবার ঈদের নামাজ, কোলাকুলিতে নেই কোনও বিধি নিষেধ। হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাস শেষে শাওয়াল মাস,আর এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।

মঙ্গলবার শাওয়াল মাসের শুরু। এবারের ঈদে জনসাধারণের জন্য করোনা নিয়ে কোনও বিধি নিষেধ নেই। এবার জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

মন্তব্যসমূহ (০)


Lost Password