বাংলাদেশ নৌ-এর আধুনিকীকরণ পরিকল্পনা -২০৩৫

বাংলাদেশ নৌ-এর আধুনিকীকরণ পরিকল্পনা -২০৩৫
MostPlay

বাংলাদেশের সমুদ্রসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার প্রত্যয়ে বাংলাদেশ নৌবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ । সময়ের সাথে তাল মিলিয়ে সামরিক বৃদ্ধির অংশ হিসেবে ২০৩৫ সালের সময়সীমার মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বিভিন্ন যুদ্ধজাহাজ, সাপোর্ট ভেসেল এবং আনুষাঙ্গিক যুদ্ধ সরঞ্জাম ।

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনা হিসেবে ভবিষ্যতে যুক্ত হতে যাওয়া সম্ভাব্য সরঞ্জামগুলোর তালিকাগুলো হলোঃ

।১) হাই পারফরম্যান্স মাল্টিরোল ফ্রিগেটঃ- ৬টি ।

২) লার্জ পেট্রল ক্রাফট (মিসাইল)ঃ- ৪টি ।

৩) মাইন সুইপারঃ- ৪টি ।

৪) সাবমেরিন হান্টারঃ- ৫টি ।

৫) ইনশোর পেট্রল ভেসেলঃ- ১৪টি ।

৬) অফশোর পেট্রল ভেসেলঃ- ৬টি ।

৭) কর্ভেটঃ- ৪টি ।

৮) সাবমেরিনঃ- ৪টি ।

৯) সাবমেরিন সাপোর্ট ভেসেল- ১টি ।

১০) ইউটিলিটি হেলিকপ্টারঃ- ৪টি ।

১১) অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারঃ- ৪টি ।

১২) লার্জ পেট্রল ডকঃ- ২টি । ১৩) লার্জ পেট্রল ক্রাফট (টর্পেডো)ঃ- ৪টি ।

১৪) অ্যান্টিসাবমেরিন এয়ারক্রাফটঃ- ২টি ।

১৫) সার্চ অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফটঃ- ২টি ।

এছাড়াও বহুমাত্রিক নৌশক্তি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের কাজ চলছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে ।

মন্তব্যসমূহ (০)


Lost Password