পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলন মেসির

পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলন মেসির

প্রথমবারের মতো পিএসজির ফুটবলার হিসেবে একটি সংবাদ সম্মেলনে যোগ দিলেন লিওনেল মেসি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩ টায় সংবাদ সম্মেলননে এসেছিলেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। এদিকে গতকাল মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় রাত সোয়া ১০টা এবং বাংলাদেশ সময় রাত ২ টার দিকে পিএসজির চুক্তিতে সই করেন মেসি।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবরটি নিশ্চিত করে।

প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান মেসি। পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।

পিএসজির হয়ে মাঠে নামার ব্যাপারে মেসি বলেন,মাসখানেক হলো আমি খেলার মধ্যে নেই। আমি দলের প্রধান কোচ ও অন্যান্য কোচদের সঙ্গে এর মধ্যেই কথা বলেছি। যখন আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হব, তখনই মাঠে নামব, তবে এ ব্যাপারে আমি আপনাদের কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারছি না।

নেইমার এমবাপ্পের সঙ্গে খেলার ব্যাপারে মেসি বলেন,নেইমার ও এমবাপ্পের মতো দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। ভাবতেই ভালো লাগছে, তাঁদের মতো অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন খেলতে পারব।

পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি বলেন,মেসিকে দলে পেয়ে উচ্ছ্বসিত,তাকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমি অনেক গর্বিত। আমাদের জন্য দুর্দান্ত এক মুহূর্ত এটা। ফুটবল ইতিহাসের অন্যতম অসাধারণ মুহূর্ত এটা। সবাই মেসিকে চেনে, সে ৬ বারের বিশ্বসেরা খেলোয়াড়। সে একজন ফুটবল জাদুকর ফুটবলার।

মন্তব্যসমূহ (০)


Lost Password