গ্রীল সস বা বারগার সস ঘরের জিনিস দিয়ে সহজেই বানিয়ে ফেলুন

গ্রীল সস বা বারগার সস ঘরের জিনিস দিয়ে সহজেই বানিয়ে ফেলুন
MostPlay

গ্রীল সস বা বারগার সস ঘরের জিনিস দিয়ে সহজেই বানিয়ে ফেলুন— উপকরণ— তরল দুধ হাফ কাপ (নরমাল তাপমাএার) তেল -১ কাপ রান্নার তেল লবন-দেড় চা চামচ চিনি - দেড় টেবিল চামচ গোলমরিচের গুড়া - ১ চা চামচ টমেটা সস ১ টেবিল চামচ ভিনেগার বা সিরকা ১ চা চামচ স্বাদ বাড়ানোর জন্য— অরেন্জ জেলি -দেড় চা চামচ জলপাই আচারের তেল মসলা সহ -১ চা চামচ জর্দা রং দিতেও পারেন নাও দিতে পারেন।

প্রনালী— প্রথমে ব্লেন্ডারে দুধ নিয়ে অল্প করে তেল দিয়ে ২০ সেকেন্ড ব্লেন্ড করতে হবে এবার আবার তেল দিয়ে বাকী সব ঊপকরন দিয়ে আরো ৩০ সেকেন্ড ব্লেন্ড করতে হবে । মনে রাখতে হবে তেল টা অল্প অল্প করে দিতে হবে। সবার শেষে অরেন্জ জেলী আচারের তেল ও জর্দা রং দিতে হবে। বেশ হয়ে গেল মজাদার সস। কাচের বৈয়ামে নরমাল ফ্রীজে ১০-১৫ দিন রাখতে পারবেন। চিনি বা লবন আপনার পছন্দ মত বাড়াতে কমাতে পারবেন। বার্গার বা ঘরে বানানো গ্রীল চিকেন দিয়ে এই সস খেতে পারেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password