মাগুরার ঐতিহ্য 'মাটির ঘর' বিলুপ্তপ্রায়

মাগুরার ঐতিহ্য 'মাটির ঘর' বিলুপ্তপ্রায়

মাগুরায় রয়েছে অনেক পুরোনো গ্রাম বাংলার বেশকিছু ইতিহাস ও ঐতিহ্য। 
তার মধ্যে মাটির ঘর ছিল অন্যতম। শীত ও গরমে বেশ আরামদায়ক বলে ধনী-গরিব সবাই এ ঘর তৈরি করতো। হরেক রকম ঘর তৈরি হতো সাধ্যানুযায়ী। 

 আধুনিক মনোরম কারুকার্যখচিত ইট ও টিনের তৈরি পাকা-আধাপাকা ঘরবাড়ির ব্যাপক বিস্তারে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী গ্রামীণ অতীত সুখ দুঃখের নিরাপদ আশ্রয় প্রাকৃতিক রেফ্রিজারেটর খ্যাত মাটির ঘর।  

জানা গেছে, অতীতে মাটি দিয়ে বিশেষ উপায়ে ঘর নির্মাণ করা হতো। চালা হিসেবে এসব ঘরে মানুষ খড়, ছন, ইকর, টিন এসব ব্যবহার করতেন। আবার চালা তৈরিতে বাঁশ অথবা ইট ব্যবহার করতেন। বাড়ির মালিক স্বহস্তে অথবা কারিগর দিয়ে সুন্দর সুন্দর মাটির ঘর তৈরি করতেন। মাটির ঘর বাড়ির সঙ্গে মিশে আছে গ্রামবাংলার মানুষের নিবিড় সম্পর্ক, রয়েছে হারানো স্মৃতি, প্রিয় মানুষদের সুখ দুঃখের স্মৃতি, আবেগ আর অনুভূতি। কিন্তু সেসব এখন শুধু রুপকথার গল্পের মতো। এখন বিলুপ্তপ্রায়। আগে মাগুরার যেসব গ্রামে প্রত্যেক বাড়িতে ২/১ টি মাটির ঘর থাকতো সেসব গ্রাম ঘুরলে একটি মাটির ঘরও হয়তো পাওয়া যাবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password