নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা মহালয়া উৎসব অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা মহালয়া উৎসব অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে সকল মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয় নিয়ে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী জীবন্ত মাতৃপূজা ও দেবীর আগমনী (মহালয়া) উৎসবের আয়োজন করা হয়।

রঘুনাথ জিউ মন্দির প্রাঙণে এ মাতৃপূজার আয়োজন করেন বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ মহাদেবপুর উপজেলা শাখা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি তপন কুমার সেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা পূজা উদযাপন পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অজিত কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি ও সাবেক শিক্ষক সাধারণ সম্পাদক অমিয় কুমার মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুশুম ব্যানার্জি বাবুল প্রমুখ। সনাতন বিদ্যাপীঠের পরিচালক অমিত কুমার মণ্ডল জয়ের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মায়েদের পূজা, দেবী দুর্গার আগমনী নৃত্য, রাবন বধ, রুদ্রা নৃত্যানুষ্ঠান, ছোটদের নাটক ও সনাতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন ইত্যাদি। এ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক সনাতন ধর্মীয় সন্তান তাদের মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পূজা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password