কুকরি-মুকরিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

কুকরি-মুকরিতে পরামর্শ সভা অনুষ্ঠিত
MostPlay

চরফ্যাসনের চর কুকরি-মুকরি ইউনিয়নে ইউএসএআইডির অর্থায়নে ও ইকোফিশ-২ প্রকল্পের উদ্যোগে নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকার ‘অঞ্চল বিভাজন’ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের ফরেস্ট রেস্ট হাউজের মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চর কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।

অনুষ্ঠানের বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, জেলেদের জীবনমান উন্নয়ন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন সামুদ্রিক জীব প্রজাতির আবাসস্থল চিহ্নিতকরণ, নৌযান চলাচলের প্রকৃত পথ চিহ্নিতকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন। এসময় ওয়ার্ল্ডফিশ, আইইউসিএন ও মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password