কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে বললেন কিম

কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে বললেন কিম
MostPlay

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ভাঙবেন তবু মচকাবেন না। এবার তিনি কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে উত্তর কোরিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে, তিনি প্রকাশ্যে স্বীকার করেন তার দেশের অর্থনৈতিক দুরাবস্থার কথা। তিনি বলেছিলেন, দেশের অর্থনীতি এখন সব চেয়ে খারাপ অবস্থায়।

এ ব্যাপারে উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ কলিন জোয়ারকো বলেছেন, কঠিন সময় বা সংকট এ ধরনের কথা বলা কিমের জন্য অস্বাভাবিক নয়। কিন্তু এবার তার ভাষা বেশ কড়া। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে বিশ্বের আর পাঁচটা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন কিম জং। কিন্তু তার ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password