চিত্রনায়িকা কবরী আর নেই

চিত্রনায়িকা কবরী আর নেই

বরেণ্যে চিত্রনায়িকা নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কবরীর ছেলে শাকের চিশতী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার বিকেলে তাকে বিকাল ৪টায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্য।ন্ত হেরে গেলেন তিনি।

কবরী সারওয়ার ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তী তারকা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন। রাজনীতির অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন। তার অভিনয় যে একবার দেখেছে, চিনে নিয়েছে বাঙালির রুচির শ্রেষ্ঠ একটি স্থিরচিত্রকে, যিনি চলচ্চিত্রে তার স্থায়ী স্বাক্ষর রেখেছেন। বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত এই শিল্পী বহু জনপ্রিয় গানে মুগ্ধতা ছড়িয়েছেন। কখনোবা সাত ভাইয়ের এক বোন চম্পা কিংবা কিরণমালা হয়ে তরুণদের স্বপ্নে এসেছেন।

কবরী ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন। পরবর্তীকালে তিনি শতাধিক চলচ্চিত্রে মূল নায়িকা হিসেবে অভিনয় করে জয় করেছেন বাঙ্গালির হৃদয়। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননাও।

কবরী সারোয়ারের জন্ম চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব কৈশোর ও বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতেই। তার আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।

মন্তব্যসমূহ (০)


Lost Password