আইসিসির আগষ্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জো রুট

আইসিসির আগষ্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জো রুট
MostPlay

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সময় পাড় করছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট। দীর্ঘ ছয় বছর পর টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষেও উঠেছেন এ তারকা ক্রিকেটার। এবার আইসিসির আগষ্টের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেম ইংল্যান্ড টেস্ট অধিনায়ক।

আগষ্ট মাসের আইসিসির সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রুটের সাথে ছিলেন ভারতের পেসার বুমরাহ এবং শাহিন শাহ আফ্রিদি। সাম্প্রতিক সময়ের সেরা দুই পেসারকে পিছনে ফেলে সেরার লড়াইয়ে শেষ হাঁসি হেসেছেন ভারতের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ এ ব্যাটসম্যান।

আইসিসি ভোটিং একাডেমির প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি আগস্টের সেরা ক্রিকেটারের ব্যাপারে বলেন, ‘অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব এবং প্রত্যাশা নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় উঠে যাওয়া আমাকে সত্যিই অবাক করেছে’।

ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় প্রতি মাসের সেরতা খেলোয়াড়। যেখানে ভোটিং একাডেমির ৯০ শতাংশ রায় নেওয়া হয়, ১০ শতাংশ সমর্থকদের ভোট গ্রহণ করা হয়। সমর্থকরা যে কেউই পারেন ভোট দিতে। ভোটিং একাডেমিতে রয়েছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের এই পুরষ্কার জেতার রেকর্ড রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password