নরসিংদীতে আড়াই লাখ টাকায় জিপ গাড়ি বানিয়ে চমকে দিলেন কাউছার

নরসিংদীতে আড়াই লাখ টাকায় জিপ  গাড়ি বানিয়ে চমকে দিলেন কাউছার

আল আমিন মুন্সী : নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা, নয় কোন ইঞ্জিনিয়ার, তারপরও নরসিংদীর পলাশে মাত্র আড়াই লাখ টাকা খরচ করে এক মাসের মধ্যে পাঁচ সিটের একটি জিপ গাড়ি তৈরি করে চমক লাগিয়ে দিয়েছেন কাউছার আহম্মেদ নামে এক যুবক। টয়োটা সাজের আদলে তৈরি গাড়িটির নাম দিয়েছে শখের জিপ। তার এই গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরি করতে চান কাউছার। এ জন্য সরকারের অনুমতি ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

ছোটবেলা থেকেই একটু ভিন্ন চিন্তাভাবনা ছিল কাউছারের। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবেন, অনেক বড় হবেন। অর্থের অভাবে একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করার পর আর লেখাপড়া করা হয়নি। তার নিজবাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায় হলেও মাত্র ১৭ বছর বয়সে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরের বাঙালপাড়ার মহল্লায় বসবাস করছেন। দীর্ঘ ১২ বছর প্রবাসে কাটিয়ে দেশে এসে স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি শুরু করেন। এরপর বাঙ্গালপাড়া মহল্লায় বিয়ে করেন তিনি। ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়ানোর যেই স্বপ্ন বুকে লালন করছেন। সেই স্বপ্নই নিজে কিছু করার সাহস যুগিয়ে দিয়েছে কাউছারকে।

একদিন তার মেয়ে ইউটিউবে গাড়ি তৈরির বিভিন্ন ভিডিও দেখে বায়না ধরেন তাকে একটি গাড়ি কিনে দিতে। মেয়ের স্বপ্ন ও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে তার বন্ধুর সহযোগিতার ও তার পরিশ্রমে এক মাসের মাথায় অটোর মেশিন, চারটি চাকা, ব্যাটারি, প্রাইভেটকারের স্ট্রিয়ারিংসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মডিফাই করে ৫ সিটের একটি অত্যাধুনিক জিপগাড়ি তৈরি করতে সক্ষম হন। এই শখের জিপটি যখন রাস্তায় চলাচল করে তখন এলাকাবাসী তাকে ঘিরে ধরে।

তার এই অসাধারণ প্রতিভার জন্য এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যত কামনা ও সরকারি ভাবে সহযোগিতা করার আহবান করেন। তবে সরকারের অনুমতি ও সহযোগিতা পেলে শখের জিপ গাড়িটি কাউসার বাণিজ্যিকভাবে তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে। অল্প আয়ের মানুষ অল্প টাকায় গাড়িটি কিনতে পারবেন। পাশাপাশি বেকার যুবকরা তাদের বেকারত্ব দূর করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। ভক্সপপ- এলাকাবাসী ও কাউসারের মা।

মাত্র ৪০টাকার বিদ্যুৎ খরচে ১৫০ কিলোমিটার চলবে। এছাড়া ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে চলার উপযোগী জিপ গাড়িটিতে যদি সোলার প্যানেল বসানো যায় তবে ৪০ টাকার বিদ্যুৎ খরচে প্রায় ৩০০ কিলোমিটার চলবে তিনি জানান। এ বিষয় ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, মেধা দিয়ে একটি অত্যাধুনিক জিপ গাড়ি তৈরি করে সবার নজর কেড়েছে। গাড়িটি দেখতেও চমৎকার। কাউছারের গাড়ি তৈরির বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password