আজ অভিষেক হচ্ছে কি মেসির? দেখা যাবে কি মেসি নেইমার যুগল?

আজ অভিষেক হচ্ছে কি মেসির? দেখা যাবে কি মেসি নেইমার যুগল?

বিশ্ব তারকা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিসে যোগ দিলেও এখনও অভিষেক হয়নি তার । কিন্তু তার খেলা দেখতে মরিয়া হয়ে অপেক্ষা করছে তার ভক্তরা। কখন খেলবে কখন দেখাবে তার পায়ের যাদু। 

নিজেদের চতুর্থ ম্যাচে রেইমসের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্তাদ অগাস্ট-দিলুন সেকেন্ড-এ খেলাটি শুরু হবে রাত পৌনে একটায়। সরাসরি দেখা যাবে টিভি ফাইভ মঁদেতে।

একদিকে মেসির অন্য দিকে আগের তিন ম্যাচে মাঠে না খেলানো ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। মেসি ও নেইমারের পিএসজি হয়ে এতাই অভিষেক। তাই এই ম্যাচে মেসি-নেইমারের যুগলবন্দী দেখতে মুখিয়ে আছে ভক্তরা। সঙ্গে এমবাপ্পেকে নিয়ে লোভনীয় এক এক আক্রমণভাগ দেখার অপেক্ষায় বিশ্ব।

তবে ম্যাচের শুরু থেকে মেসি খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট কিছু জানানি, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।

‘আমাদের দেখতে হবে তিনি দলের সঙ্গেম থাকার মতো অবস্থায় আছেন কি না। তারপরই দল ঘোষণা করা হবে। তেমন উঁচু প্রত্যাশা নেই। কারণ নতুন দল, সতীর্থ, লিগ ও জীবন যাপনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবেই।’ বলেন পিএসজি কোচ।

একদিন আগেই নিজের টুইটারে নিজের সঙ্গে মেসি-এমবাপের ছবি প্রকাশ করেছেন নেইমার। লিখেছেন, ‘শিগগিরই আসছে।’

মেসিকে নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন। তিনি বেশ পেশাদার। ভালো মতোই জানেন কীভাবে পরিস্থিতি সামলে নেয়া যায়।’

মন্তব্যসমূহ (০)


Lost Password