রাতে নিজেদের শততম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড

রাতে নিজেদের শততম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড

আজ বিকেলেই জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শততম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। নবম দল হিসেবে ১০০ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের মতো আয়ারল্যান্ডও আজ নিজদের শততম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড। বেলফাস্টে শততম টি-টুয়েন্টি ম্যাচে আইরিশদের প্রতিপক্ষ দক্ষিন আফ্রিকা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে দক্ষিন আফ্রিকা। আইরিশরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ২০০৮ সালে, বেলফাস্টেই। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি তারা জিতেছিল ৪ উইকেটে। ৯৯ টি-টুয়েন্টি ম্যাচের ৪১টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে আইরিশরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি খেলেছে এখনও পর্যন্ত পাকিস্তান, ১৭৩টি। জয়ের সেঞ্চুরি করা একমাত্র দলও তারা, ১০৫টি। নিউ জিল্যান্ড খেলেছে ১৪৫ ম্যাচ, ভারত ১৪২, অস্ট্রেলিয়া ১৪১, ওয়েস্ট ইন্ডিজ ১৪০, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ১৩৭টি করে এবং শ্রীলঙ্কা খেলেছে ১৩৪টি ম্যাচ।

মন্তব্যসমূহ (০)


Lost Password