তাবলিগে অংশ নেওয়া বিদেশিদের পাসপোর্ট ফেরতের নির্দেশ

তাবলিগে অংশ নেওয়া বিদেশিদের পাসপোর্ট ফেরতের নির্দেশ

ভারতে করোনার বিধিনিষেধ ভেঙে তাবলিগ জামাতে অংশ নেওয়ার মামলায় মুক্তি পাওয়া ৩৫ বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।

মুক্তি পাওয়া ওই বিদেশিদের বিরুদ্ধে পুলিশের কোনো অভিযোগ না থাকায় রোববার তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

গত বছরের মার্চে দিল্লিতে তাবলিগ জামাতের অনুষ্ঠানে অংশ নেন বহু বিদেশি নাগরিক। কেন্দ্রে করোনার বিধিনিষেধ অমান্যের অভিযোগ আনা হয়েছিল ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে।

সেই মামলায় রোববার দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ নির্দেশ দিয়েছেন, সব বিদেশি নাগরিক ইতোমধ্যে মুক্তি পেয়েছেন। আদালত যে দিন তাদের মুক্তির নির্দেশ দিয়েছিল, সেদিন পর্যন্ত পুলিশ ওই বিদেশিদের বিরুদ্ধে নতুন করে কোনো অভিযোগ আনেনি। বিদেশিদের পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে তদন্তকারী অফিসারও কোনো আপত্তি তোলেননি।

বিদেশিদের আইনজীবী আশিমা মান্ডলা জানান, মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার ছিল, ফেব্রুয়ারিতে তাও ফিরিয়ে নেওয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর বিদেশি নাগরিকদের আদালত মুক্তি দিয়েছে। পুলিশও তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো আবেদন করেনি। তাই তাদের পরিচয় খতিয়ে দেখে, পুলিশের হেফাজতে থাকা পাসপোর্টগুলো ফেরত দিতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password