দেশের বাইরে রোহিতের প্রথম সেঞ্চুরিতে ওভাল টেস্টে ভারতের দাপট

দেশের বাইরে রোহিতের প্রথম সেঞ্চুরিতে ওভাল টেস্টে ভারতের দাপট
MostPlay

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসের আগ পর্যন্ত রোহিত শর্মার যে সাতটি সেঞ্চুরি ছিল তার সবকটি দেশের মাটিতে। আট বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের বাইরে কোনোভাবেই তিন অঙ্ক ছুঁতে পারছিলেন না রোহিত শর্মা। অবশেষে পেলেন সেই অনির্বচনীয় স্বাদ। রোহিত শর্মার দারুণ ইনিংসের পর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে নিয়ন্ত্রণ নিয়েছে ভারত।

তৃতীয় দিনের শুরুতে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম ঘণ্টায় স্বাগতিকদের ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রহিত শর্মার ইতিবাচক ব্যাটিং হতাশ করছিল ইংলিশদের। জিমি অ্যান্ডারসনের বলে রাহুল ফিরে গেলেও ভারতের দাপট থামেনি। এরপর রোহিত ও পুজারা এগিয়ে নেন দলকে। স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে লাঞ্চ বিরতির পর রোহিত ফিফটি পূর্ণ করেন ১৪৫ বলে, টেস্টে যা তার মন্থরতম ফিফটি। পরে রানের গতিতে দম দেন তিনি। পরের পঞ্চাশ আসে কেবল ৫৯ বলে। ৯৪ থেকে মইন আলিকে লং অনের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে পা রাখেন তিন অঙ্কের কাঙ্ক্ষিত ঠিকানায়।

দ্বিতীয় নতুন বলে রবিনসনের প্রথম ওভারেই ফেরেন দুই সেট ব্যাটসম্যান। ১৫৩ রানের জুটি গড়ার পর ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে শর্ট বল পুল করে লং লেগে ওকসের হাতে ধরা পড়েন রোহিত। এরপর টিকতে পারেননি পুজারাও। ৬১ রান করে পুজারা ক্যাচ দেন স্লিপে। আম্পায়ার যদিও শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড।

জাদেজার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন অধিনায়ক বিরাট কোহলি। ৩৭ বলে ৪টি চারে ২২ রানে খেলছেন কোহলি। ৯ রানে অপরাজিত জাদেজা। তৃতীয় দিন আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষে ভারতের রান ৩ উইকেটে ২৭০। ৭ উইকেট হাতে রেখে সফরকারীরা এগিয়ে আছে ১৭১ রানে

মন্তব্যসমূহ (০)


Lost Password