একসাথে পাঁচ ক্রিকেটারের অভিষেক করালো ভারত

একসাথে পাঁচ ক্রিকেটারের অভিষেক করালো ভারত

ভারতের প্রধান দল বর্তমানে ইংল্যান্ড সফর করছে। তাই দ্বিতীয় সারির দলকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কা সফরে। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ভারতের এমন সিন্ধান্তে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বেজায় চটেছেন। শেখর ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির দল নিয়েও টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত।

সিরিজের শেষ ম্যাচে আজ শুক্রবার (২৩ জুলাই) শেষ ম্যাচে বিরল এক সিদ্ধান্ত নিয়েছে ভারত। একসঙ্গে পাঁচ ক্রিকেটারের অভিষেক করিয়েছে ভারত দল। আজ একসঙ্গে ভারতের হয়ে অভিষেক হয়েছে সাঞ্জু স্যামসন, নিতিশ রানা, চেতন সাকারিয়া, রাহুল চাহার ও কৃষ্ণাপ্পা গৌতমের। তাদের জায়গা করে দিতে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ইশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

এমন ঘটনা সাধারণত খুব একটা দেখা যায় না। বিশেষ করে ভারতে শেষবার এমনটা ঘটেছিল ৪১ বছর আগে। ১৯৮০ সালে অস্ট্রলিয়ার বিপক্ষে দিলীপ যোশী, কীর্তি আজাদ, রজার বিন্নি, সন্দীপ পাতিল ও তিরুমালাই শ্রীনিভাসন ক্যাপ পেয়েছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password