‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ উদ্বোধন

‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ উদ্বোধন

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতার স্মৃতি বিজড়িত ঢাকাস্থ ধানমন্ডি ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও বর্ণিল বেলুন উড়িয়ে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’-এর উদ্বোধন হয়।

আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় ধানমন্ডি ৩২ থেকে শিখা চিরন্তন পর্যন্ত উৎসব শোভাযাত্রার পর সকাল ১০টায় অনলাইন ব্রডকাস্টিং-এর মাধ্যমে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা বাণী পাঠের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়।

‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’-এর সেক্রেটারি জেনারেল বাদল চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশ-এর উপদেষ্টা কবি আসাদ চৌধুরী, গৃহায়ন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক পুলক কান্তি বড়ুয়া, টিউলিপ প্রপার্টিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কাইয়ুম চৌধুরী, সাইফ পাওয়ারটেক-এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমীন। সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশ-এর উপদেষ্টা ও ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’-এর চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পদক্ষেপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’-এর ট্রেজারার জান্নাতুন নিসা।

মন্তব্যসমূহ (০)


Lost Password