গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে করোনায় প্রাণ গেল ১৬ জনের

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে করোনায় প্রাণ গেল ১৬ জনের
MostPlay

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও প্রাণ গেল ১৬ জনের। যার মধ্যে করোনায় ৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ৭ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৩ জনসহ ৪৫৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৩ জন’।

করোনায় মারা যাওয়া তিনজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমির উদ্দিন (৯০)।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০টি নমুনা পরীক্ষায় আরও ৪৫৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। আজ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ হাজার ৮৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭০৫ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৪৩ জন এবং আইসোলেশনে আছেন বর্তমানে ৩ হাজার ২৩৭ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password