বাংলাদেশ-যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর, বৈঠক হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের

বাংলাদেশ-যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর, বৈঠক হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের
MostPlay

বন্ধু-প্রতিম দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে লন্ডনে প্রথমবারের মত বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।দুই মন্ত্রীর মধ্যে এই আলোচনায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় দুটি স্থান পাবে।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের মধ্যে বৃহস্পতিবার পূর্ব-নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে নভেম্বরের গোড়ার দিকে যুক্তরাজ্যের সভাপতিত্বে গ্লাসকোতে আসন্ন সিওপি২৬ এ বাংলাদেশের জন্য সিভিএল সভাপতিত্বে উচ্চ পর্যায়ের অংশীদারিত্বের জন্য সুযোগ সৃষ্টি করবে। পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক ও বাংলাদেশ-যুক্তরাজ্য নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব থেকে শুরু করে কোভিড-পরবর্তী ভ্যাকসিন সহযোগিতা এবং যুক্তরাজ্যের ভ্রমণ লাল তালিকা থেকে বাংলাদেশের নাম তুলে নেয়া সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password