নওগাঁর সাপাহারে প্রতিপক্ষের লোকজন দ্বারা আম গাছ কেটে ক্ষতিসাধন

নওগাঁর সাপাহারে প্রতিপক্ষের লোকজন দ্বারা আম গাছ কেটে ক্ষতিসাধন

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় এক নব মুসলিমের আম গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। নব মুসলিম মশিউর রহমান উপজেলার ফুরকুটি ডাঙ্গার মৃত গোপীন কিস্কুর ছেলে।

মশিউর রহমান জানান, দীর্ঘদিন আগে তারা সহোদর তিন ভাই ইসলাম ধর্ম গ্রহন করেন। তারা ছোটকাল থেকেই বাবার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হন । স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ তার বাবার কাছে ফুরকুটি ডাঙ্গা এলাকার ৬৬ শতাংশ জায়গার দলিল করে নেন। পরবর্তী সময়ে মশিউর জেলা প্রশাসকের নিকট দলিল বাতিলের আবেদন করে তার পক্ষে রায় নেন। যার ফলশ্রুতিতে প্রায় তিন বছর যাবৎ জমিগুলো ভোগ দখল করছেন তিনি।

তার দখলের আগে থেকেই সেই জমিতে আমগাছ লাগানো ছিলো। এরই মধ্যে হঠাৎ করে স্থানীয় কিছু মহল উপজেলার ফুরকুটি ডাঙ্গায় জমির দাবী করে বাগানে অনধিকার প্রবেশ করে। পরে নিজের গায়ের জোরে বাগানে রোপনকৃত ১০ বছর বয়সী আম্রপালী ও মল্লিকা জাতের শতাধিক আমগাছ কেটে ফেলে তারা। যাতে করে প্রায় ২ থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় ভুক্তভোগী মশিউরের।

এবিষয়ে নওগাঁর সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, থানায় সংশ্লিষ্ট বিষয়ে কোন অভিযোগ হয়নি। থানায় অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্যসমূহ (০)


Lost Password